December 27, 2024

দিনাজপুরের আঞ্চলিক ইতিহাসের নানা দিগন্তের লেখক সুকুমার বাড়ুই

1 min read
|উত্তর দিনাজপুর জেলার ইটাহার কলেজের অধ্যাপক তথা দিনাজপুরের আঞ্চলিক ইতিহাসের নানা দিগন্তের লেখক সুকুমার বাড়ুই অধ্যাপনার কাজে নিযুক্ত থাকলেও মানুষটি কবি সাহিত্যিকদের আঙিনায় বিচরণ করতেই বেশি পছন্দ করে থাকেন।অধ্যাপনার সাথে সাথে ইতিমধ্যেই কয়েকটি বই প্রকাশ করেছেন।আজকে বর্তমানের কথার পোর্টালের সাহিত্যের পাতায় অধ্যাপক সুকুমার বারুয়ের গ্রন্থটির পর্যালোচনা করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্পদ তথা অধ্যাপক ডঃ তাপস পাল বইটি নিয়ে যার বিশ্লেষণ পাঠক সমাজকে সাবেক দিনাজপুর সম্পর্কে সমৃদ্ধ করবে সাথে সাথে আমরাও এর থেকে সমৃদ্ধ হব  বলে আশা রাখছি।তপন চক্রবর্তী,সম্পাদক,বর্তমানের কথা।

 প্রাক-স্বাধীনতা পর্বে দিনাজপুর জেলার গণ-আন্দোলন ‘’42 এর আন্দোলন :দিনাজপুরে জনগণের সংগ্রামী ঐতিহ্যের প্রতিফলন’’ উত্তরবঙ্গউন্নয়নে আঞ্চলিক বৈষম্য: দুই দিনাজপুরের এর উপর একটি বিশেষ প্রতিবেদন দিনাজপুরের এক অনন্য ব্যক্তিত্ব বিশিষ্ট কবি /অধ্যাপক সুকুমার চন্দ্র বারুই |সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষিতে দিনাজপুর ও মালদার মহিলা জমিদারদের ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উত্তর দিনাজপুরের জমিদারদের অবদান কোম্পানি দিনাজপুর শিক্ষা ব্যবস্থা স্বাধীনতাপূর্ব দিনাজপুর জেলার মুসলিম মুসলিম মানসে আধুনিকতার /বিকাশ সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যের সমাজ জীবন দিনাজপুরে পুরাতত্ত্ব অন্বেষণে ধনঞ্জয় রায়: একটি প্রতিবেদন গ্রামীণ রায়গঞ্জের শ্মশান সমাধি গোরস্থান রায়গঞ্জ পৌর এলাকার উচ্চ শিক্ষা কেন্দ্রে একটি বিশেষ অধ্যায়  |


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সারা পৃথিবীর সাথে ভারতীয় আঞ্চলিক ইতিহাস চর্চা সম্প্রতি অনন্য মাত্রা পেয়েছে. আসলে আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমেই জাতীয় ইতিহাসের জিরো ইমারত তৈরী হয়. অবিভক্ত বাংলার মাটি ও মানুষের আলোকিত জীবন নির্ভর প্রশ্ন ভূখণ্ড সুজলা-সুফলা স্থান দিনাজপুর.মুখ্যত দিনাজপুরের মানুষের শিক্ষা সংস্কৃতি ও সংগ্রামী ঐতিহ্যের প্রতিফলন ধরা পড়েছে লেখক এর সৃজনশীল প্রয়াসে. দিনাজপুরের আঞ্চলিক ইতিহাসের নানা দিক এই গ্রন্থে আলোচিত হয়েছে.যা ভবিষ্যৎ প্রজন্মকে নতুন নতুন গবেষণার দিশা দেখাবে. দিনাজপুরের লোক জীবন আশ্রিত লোক সংস্কৃতি, শিক্ষা রাজনীতি, সমাজ ও সংস্কৃতির টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে. অনুসন্ধিৎসু গবেষকের দীর্ঘদিন আঞ্চলিক ইতিহাসকার্যেআত্মনিয়োগের ফসল তুলে ধরা গেল এই গ্রন্থে|দিনাজপুরের লোকসংস্কৃতিতে লোকগান ইটাহার থানা অঞ্চলের উপর বিশেষ আলোকপাত.রায়গঞ্জের লৌকিক সমাজ ও সংস্কৃতির আলোকে সুফি পীর ফকির একটি সমীক্ষা. উত্তর দিনাজপুরের সাঁওতাল সম্প্রদায়ের উৎসব উইলিয়াম-কেটের জন বাংলা রচনা প্রসঙ্গে ইতিহাসের ইটাহার|


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *