December 27, 2024

কালিয়াগঞ্জ শহরে জাদুকর ম্যানড্রেক জ্বর

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর— গত কয়েক দিন ধরে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ শহরের মানুষ জাদুকর ম্যানড্রেক  জ্বরে আক্রান্ত।

সারা পৃথিবীর ৭৬টি শহরের ১৬লক্ষ মানুষ যার জাদুতে মন্ত্রমুগ্ধ,পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচ জনের একজন জাদুকর ম্যানড্রেক(রিয়াল)কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে জাদু দেখানোর পরেও একদিকে দিকে যেমন শহরের সর্বত্র শূন্যের উপর ঘুরে বেরিয়ে মানুষদের তাক লাগিয়ে দিচ্ছে ঠিক তেমনি করেই মঙ্গলবার কালিয়াগঞ্জ বয়রা কালি মন্দির থেকে মুন্ড হীন দেহ নিয়ে মোটর বাইক চালিয়ে সুদূর হাট কালিয়াগঞ্জ পর্যন্ত গেলে পথের দুধারে অজস্র মানুষ ম্যান ড্রেককে চোখের দেখা দেখতে হাজির হয়ে তাকে অভিনন্দন জানায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ম্যানড্রেকের জাদুর বিশেষ আকর্ষণ মঞ্চ থেকে আরোহী সহ মোটর বাইক ভ্যানিশ করে দেওয়া।ম্যান ড্রেক বলেন তার জাদুতে নেই কোন মন্ত্রতন্ত্র।কোনটাই সত্য কিছু নয়।শুধুই মানুষকে বোকা বানানোই তার কাজ ও চমক সৃষ্টি করা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *