ভোর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক লরি চালকের
1 min read
হুগলীর সিঙ্গুরের 2 নম্বর জাতীয় সড়কে আজ ভোর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক লরি চালকের। আহত এক লরির খালাসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি হোটেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শেখ হাসান,24। বাড়ি ডানকুনির মুসলিম পাড়ায়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,ৎশেখ হাসান ডানকুনি থেকে একটি কোম্পানীর বই, খাতা নিয়ে 407 গাড়ি করে আসানসোল যাচ্ছিল। সিঙ্গুরের সাতভাই হোটেলের কাছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পুলিশ গিয়ে ড্রাইভার ও খালাসিকে সিঙ্গুর হাসপাতালে পাঠায়। হাসপাতাল শেখ হাসানকে মৃত বলে ঘোষনা করে।মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});