হেমতাবাদের চৈনগর পঞ্চায়েতের নাওঘাটা মোড় থেকে বর্ডার রোড পর্যন্ত পাকা রাস্তার কাজের সূচনা
1 min read
হেমতাবাদের চৈনগর পঞ্চায়েতের নাওঘাটা মোড় থেকে বর্ডার রোড পর্যন্ত পাকা রাস্তার কাজের সূচনা হল। মঙ্গলবার রাস্তার কাজের সূচনা করলেন চৈনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উত্তরদিনাজপুর জেলা পরিষদের মৎস কর্মাধক্ষ্য পম্পা পাল, বিডিও পৃথ্বীশ দাস, ওসি বিশ্বনাথ মিএ, চৈনগর পঞ্চায়েত প্রধান নিরুপা রায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নাওঘাটা মোড় থেকে গোটার মোড় হয়ে বর্ডার রোড পর্যন্ত এই রাস্তাটি তৈরি করা হবে। সীমান্ত গ্রামের সঙ্গে ব্লক সদরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই রাস্তাটি করা হচ্ছে। সাড়ে ৩ কোটি টাকা খরচে তৈরি হবে রাস্তাটি।চৈনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় জানিয়েছেন, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে এই পাকা রাস্তাটি করা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});