December 26, 2024

ইন্টারনেটের দৌলতে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে উধাও ইনল্যান্ড লেটার, পোস্ট কার্ড

1 min read

 নতুন বছর শুরুর দুইতিনদিন আগে ডাকঘর কর্মীদের মধ্যে চরম ব্যস্ততা চোখে পড়ত কিন্তু
এখন
সেই
ব্যস্ততা
পুরোপুরি
উধাও কারণ এখন আর কেউ হ্যাপি নিউ ইয়ার কিংবা নববর্ষের শুভেচ্ছা জানতে ইনল্যান্ড লেটার, পোস্ট কার্ড কিংবা রেজিস্টার্ড ডাকে কার্ড পাঠন না ইন্টারনেটের
দৌলতে
মুহূর্তের
মধ্যেই
সোশ্যাল
মিডিয়ায়
মাধ্যমে
শুভেচ্ছা
বার্তা
পৌঁছে
যাচ্ছে
প্রিয়জনদের
মোবাইল
ফোন
কিংবা
কম্পিউটারের
স্ক্রিনে তাই ডাকঘরগুলিতে শুভেচ্ছা বার্তার কার্ড পাঠানোর কোনও ব্যস্ততা দেখা যায়নি 


এব্যাপারে রায়গঞ্জ সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অরবিন্দ কুমার বলেনডিজিটাল দুনিয়ারকাছে পোস্ট ব্যবস্থা পিছিয়ে পড়েছেএখন গ্রাহকেরা অতি দ্রুত তাঁদের বার্তা তাঁদের কাঙ্খিত ব্যক্তির কাছে পৌঁছে দিতে চায় আমাদের পোস্টাল পদ্ধতির মাধ্যমে অত দ্রুত সম্ভব নয়

ডিজিটাল পদ্ধতিতে যা অনেক সহজেই করা যায় রায়গঞ্জ শহরে আগে অনেক লেটার বাক্স রাস্তার দুধারে স্থায়ীভাবে ঝোলানো থাকত কিন্তু এখন শহরের শিলিগুড়ি মোড়মোহনবাটিবন্দরকলেজপাড়া  বীরনগর এলাকায় মোট পাঁচটি জায়গায় ডাকবাক্স রয়েছেএছাড়াও রায়গঞ্জের উকিলপাড়ার মুখ্য ডাকঘরে চিঠি ফেলার বাক্স আছেআগে সকালে  বিকেলে ওসব বাক্স থেকে ডাককর্মীরা চিঠি সংগ্রহ করতেন

যা এখন দিনে একবার সংগ্রহ করা হয়দিন দিন চিঠি পাঠানোর মানুষের সংখ্যা কমে যাচ্ছে ডিজিটাল দুনিয়া অভাবনীয় গতির কাছে ডাক ব্যবস্থা হার মেনেছেডাকঘর কর্মীদের
বক্তব্য,
মেইল,
মোবাইল
ফোনে
হোয়াটসঅ্যাপ,
ম্যাসেঞ্জার,
ট্যুইটারের
যুগে
আজ
প্রিয়জনদের
কার্ড
পাঠানো
ইতিহাস
হয়ে
গিয়েছে এখন আর কেউ নতুন বছরের শুভেচ্ছা জানাতে পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার ব্যবহার করেন না চিঠি
লেখা
অথবা
ডাক
ব্যবস্থার
মাধ্যমে
তা
পাঠানো
আজ
নিতান্তই
গল্পগাঁথা
হয়ে
উঠেছে সেসব দিনের স্মৃতিকে অউরে প্রবীণ ডাক কর্মীদের বক্তব্য, এখন মানুষ খুব তাড়াতাড়ি তাঁদের কাছের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চান সেজন্য
মোবাইল
ফোন,
কম্পিউটার
ব্যবহার
করছেন ডাকযোগে বার্তা পাঠানোর বিষয়টি নেহাতই সেকেলের ব্যপার হয়ে দাঁড়িয়েছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


রায়গঞ্জের বিশিষ্ট
চিকিৎসক
সাহিত্যিক
জয়ন্ত
ভট্টাচার্য
বলেন,
মানবিক
বস্তুজগত
থেকে
আমরা
ডিজিটাল
দুনিয়াতে
প্রবেশ
করেছি মানুষকে এখন চেনা যায় না কিছু
রং
শব্দের
দুনিয়ায়
আমরা
ভেসে
বেড়াচ্ছি আমরা পরস্পর পরস্পরকে অনুভব করতে পারছি না পরস্পর
পরস্পরের
অভাব,
দুঃখ,
কষ্ট
কোনওটাকেই
আত্মা
দিয়ে
ভাবতে
পারছি
না গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করছে ডিজিটাল দুনিয়ার রথী মহারথীরা সাধারণ
চোখে
বস্তুজগৎ
অনেক
ধীর
হলেও
তার
মধ্যে
স্থিরতা
ছিল এখন মানুষের অনেক গতি বেড়েছে, সেই গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের মন হারিয়ে যাচ্ছে আমরা
সবসময়ে
কিছু
যন্ত্রের
দ্বারা
চালিত
হচ্ছি সেকারণেই হাতে লেখা শুভেচ্ছা বার্তা, চিঠি লেখা ইত্যাদি আজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে আমরা
শুধুমাত্র
গতির
কথা
ভাবছি তাড়াতাড়ি বার্তা পাঠানোই আমাদের কাছে এখন অগ্রাধিকারে থাকছে তার
সঙ্গে
মনের
খুব
একটা
যোগাযোগ
আছে
বলে
মনে
হয়
না ডিজিটাল দুনিয়াটাই বাস্তব, তার কাছে আমাদের নতিস্বীকার করে নিতেই হবে 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *