December 26, 2024

দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্ষবরণ উৎসব ও কৃতী সম্মাননা

1 min read

তুহিন শুভ্র মন্ডল :-  ইংরেজী নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের উদ্যাপন করলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব ।আর এরই অঙ্গ হিসাবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে এমন পাঁচ জনকে সম্মাননা প্রদান করা হয়। পুরোন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রেস ক্লাব পরিবারের সদস্য সদস্যারা অনুপ রতন মোহান্ত,প্রদীপ্তা ঠাকুর, হিয়া মোহান্ত, হরষিত মোহান্ত, তনুশিয়া মন্ডল,শুভ্রকান্ত ঠাকুর,অভ্রকান্ত ঠাকুর,শ্রীতমা চক্রবর্তী প্রমুখ ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে বর্ষীয়ান সাংবাদিক পীযূষ কান্তি দেবকে জীবনকৃতি সম্মাননা,ইতিহাস গবেষক সমিত ঘোষকে রাধামোহন মোহান্ত স্মৃতি সম্মাননা,সমাজসেবার ক্ষেত্রে বিশ্বজিত বসাক,সাহসিকতায় নির্ভীক সম্মাননা প্রদান করা হয় রুনা খাতুন এবং খেলায় উৎকর্ষ সম্মাননা প্রদান করা হয় সেমন্তী চৌধুরীকে।বর্ষবরণ উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাশাসক ড.দীপাপ প্রিয়া পালরাজ,জেলা আরক্ষাধীক্ষক নগেন্দ্র নাথ ত্রিপাঠী,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা তিগ্গা,চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দেবাশীষ মজুমদার,পাবলিক প্রসিকিউটার সুভাষ চাকী গঙ্গারামপুরের মহকুমাশাসক দেবান্জন রায়,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী প্রমুখ । বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের অপেক্ষায় শিল্পী অনুপ রতন মোহান্ত,  অরিন্দম সিংহ রানা,রিদম অর্কেস্ট্রার শিল্পীরা মিলে বর্ণিল করে তুললো প্রেস ক্লাবের অনুষ্ঠান ।সন্চালনায় দেবস্মিতা দে ছিলেন সপ্রতিভ।দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর কুমার রায় জানান জেলা প্রেস ক্লাবের এই আয়োজনে একটা সামাজিক বার্তা থাকে ।আমরা আগামীতেও এই ভাবেই সংবাদ পরিবেশনের সাথে সাথে বর্ষবরণের আনন্দও যেমন করবো তেমনই  সামাজিক দায়িত্ব পালন করবো।সবাই খুব আশা করে থাকেন আমাদের এই অনুষ্ঠানের জন্য ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *