আগামী লোকসভা নির্বাচনে শাসক তৃণমূল দলকে এক ইঞ্চি জমিও ছাড়বে না-
1 min read
তন্ময় চক্রবর্তী–আগামী লোকসভা নির্বাচনে শাসক দলকে এক ইঞ্চি জায়গা দেবে না বিজেপি।মঙ্গলবার কালিয়াগঞ্জের ৫নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে এসে উত্তর দিনাজপুর জেলা পরিষদের একমাত্র সদস্য কমল সরকার এই কথা বলেন।তিনি বলেন শাসক দল যতই সন্ত্রাস করুক না কেন মানুষই তার জবাব দেবে ।
পঞ্চায়েতের মতো করে আগামী লোকসভা তেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী যেই হোক না কেন তিনি বিপুল ভোটে এখান থেকে লিড নেবেন। তিনি বলেন বিজেপি বসে নেই। বিজেপি আছে মানুষের সাথেই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাই মানুষের সুখ-দুঃখে সবসময় কি গ্রামে কি শহরে সব সময় ছুটে বেড়ায় ।আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে আজ ৫ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনিতে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয় ।এই কার্যালয় উদ্বোধন কে কেন্দ্র করে দলীয় সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চরমে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});