প্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান!
1 min readপ্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান!
তনময় চক্রবর্তী, কলকাতা থেকে তৃণমূল কংগ্রেস খুব ভালো খেলতে পারে বললেন ব্রিগেড সমাবেশ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি বলেন এরা খুব বড় বড় খেলোয়ার। কোন কিছু খেলা থেকে এরা বাকি থাকে নি। সবকিছুতেই এটা খেলে ছে। তারা বাংলায় লুট করে লুটের খেলায় মেতে উঠেছে। একুশের মেগা নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান খেলা হবে। সেই সঙ্গে মমতা বলছেন, খেলা হবে, দেখা হবে, জেতা হবে। আর এই খেলা হবে স্লোগানকে ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজনীতির ময়দানে কিসের খেলা? এই প্রশ্নে তৃণমূলকে নিয়মিত আক্রমণ করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব । এই পরিস্থিতিতে রবিবার ব্রিগেড সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলকে আক্রমণ করে যে দীর্ঘ বক্তব্য রাখেন, তার শেষদিকে এল খেলা হবে প্রসঙ্গ। তিনি বলেন,” চারদিকে লুট হচ্ছে। কাটমানি, সিন্ডিকেট রাজ চলছে।
এটা খেলা? আপনারা অনেক বড় বড় খেলোয়ার দেখছি! বলছেন খেলা হবে। এই খেলা বন্ধ করতে হবে। এই খেলা খতম করতে হবে দিদি। বাংলার মানুষের আওয়াজ শুনুন দিদি। তৃণমূলের খেলা শেষ। খেল খতম, বিকাশ শুরু। কেউ ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিন। কুশাসন দূর করে বাংলাকে ভয়মুক্ত করতে হবে। বিজেপিকে ভোট দিয়ে সেটা করুন আপনারা।” তৃণমূলের খেলা হবে স্লোগানকে এভাবেই আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী।খেলা হবে স্লোগান নিয়ে গান তৈরি হয়েছে। সেই ডিজে সং বাজছে তৃণমূলের সভা, মিছিলে। বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলছেন, দেখি তোমরা কত খেলতে পারো। এই খেলায় আমি গোলকিপার।
দেখি তোমরা কটা গোল করতে পারো। পারবে না, তোমাদের বল বারপোষ্টের ওপর দিয়ে চলে যাবে। বাংলা ফুটবলের মক্কা বলে পরিচিত। তাই বাংলার সঙ্গে খেলার একটা সুন্দর মেলবন্ধন আছে। কিন্তু রাজ্য রাজনীতির সঙ্গে যেভাবে খেলা হবে বিষয়টি মিশিয়ে দেওয়া হয়েছে, তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। রবিবার ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখতে এসে এই বিষয়টি নিয়ে দল তথা কর্মী-সমর্থকদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রীতিমতো তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তাদের খেলা শেষ হয়ে গিয়েছে। তাই এদিন মোদিকে বলতে শোনা গিয়েছে,” বাংলায় কেন পদ্মফুল ফুটছে জানেন? এখানে লুট হচ্ছে, গরিবের ওপর অত্যাচার হচ্ছে, তোলাবাজি হচ্ছে, তাই পদ্ম ফুটছে। তৃণমূল উনিশে হাফ হয়েছে, একুশে সাফ করে দিন। চুপচাপ, পদ্মে ছাপ।” গেরুয়া শিবিরের সমর্থকদের এমন বার্তাই দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী যেভাবে এদিন খেলা হবে প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে বিঁধেছেন, তাতে স্পষ্টতই উচ্ছ্বাস প্রকাশ করেছে গেরুয়া শিবির।