জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে কালিয়াগঞ্জের অঙ্কিতা আইন সুযোগ পেল-
1 min readজাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে কালিয়াগঞ্জের অঙ্কিতা আইন সুযোগ পেল–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪,মার্চ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ের খুদে বিজ্ঞানী অঙ্কিতা আইন জাতীয় স্তরে শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশ নেবার সুযোগ পেল। রাজ্য স্তরের সাফল্যের পর অঙ্কিতা জাতীয় স্তরে সুযোগ পাওয়ায় কালিয়াগঞ্জ তথা তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক অত্যন্ত খুশি হয়েছে বলে জানা যায়।জানা যায় রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের নীর দাসও জাতীয় শিশু বিজ্ঞানে যাবার ছাড় পত্র পেয়েছে।গত ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি গুগল মিটের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্যের খুদে বিজ্ঞানীরা রাজ্য বিজ্ঞান কংগ্রেসে অন লাইনে অংশগ্রহণ করে বলে জানা যায়।উত্তর দিনাজপুর জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের
জেলা কো- অর্ডিনেটর শুভঙ্কর সমাজদার বলেন জাতীয় বিজ্ঞান কংগ্রেস শুরু হয় ১৯৯৩ সাল থেকে।হিমালযান মাউনটেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের সম্পাদক শঙ্কর ধর জানান যে দুটি প্রকল্প এবার রাজ্য স্তরে সেরার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে কালিয়াগঞ্জ তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের অঙ্কিতা আইনের প্রকল্প আদার রসকে জীবাণু নাশক হিসাবে ব্যবহার।অপরটি হচ্ছে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের নীর দাসের প্রকল্প ছিল শস্য চাষের পাশাপাশি মৌমাছি প্রতিপালন অত্যন্ত লাভজনক।তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস বলেন তাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা আইন জাতীয় স্তরে খুদে বিজ্ঞানীর আসরে যাবার সুযোগ পাওয়ায় তারা ওর জন্যে গর্বিত।অঙ্কিতা তার যোগ্যতার প্রমান দেবে জাতীয় স্তরেও তাদের দৃঢ় বিশ্বাস।