কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নামজজ্ঞ অনুষ্ঠানে ত্রিধারা ক্লাবের উদ্দ্যোগে আট দিন ব্যাপী হাজার হাজার ভক্তদের মধ্যে মহাপ্রভুর প্রসাদ বিতরণ
1 min readকালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নামজজ্ঞ অনুষ্ঠানে ত্রিধারা ক্লাবের উদ্দ্যোগে আট দিন ব্যাপী হাজার হাজার ভক্তদের মধ্যে মহাপ্রভুর প্রসাদ বিতরণ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ ফেব্রুয়ারী:উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ধামে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আট দিন ব্যাপী নেতাজি ক্লাবের চত্বরে হাজার হাজার ভক্তদের পাতা পেরে বসিয়ে পেট পুরে ভক্তদের মধ্যে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করে সবার অভিনন্দন পেল।
কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষ ত্রিধারা ক্লাবের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ।জানা যায় এবারের নামজজ্ঞ অনুষ্ঠানে করোনা আবহের কারনে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়নি।সেই কারণেই কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাবের সদস্যরা
উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে এসে নামজজ্ঞ্ সমিতিকে প্রস্তাব দেন তাদের ক্লাব আট দিন ব্যাপী ভক্তদের মধ্যে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করবেন।এই প্রস্তাব দিলে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির কমিটি তা মেনে নেন।এর পর থেকে আট দিন ধরে এই বিশাল দায়িত্ব পালন করে আসছেন ত্রিধারা ক্লাবের সমস্ত সদস্যগন।