January 13, 2025

বিজেপিতে যোগ দিয়ে ‘নতুন শুরু’ বললেন পায়েল সরকার

1 min read

বিজেপিতে যোগ দিয়ে ‘নতুন শুরু’ বললেন পায়েল সরকার

নির্বাচন এগিয়ে আসতেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তীব্র ভাষায় এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ চালাচ্ছে। ঠিক তেমনই টলিউডের তারকারা কোন দলে যোগদান করবে সেই নিয়ে প্রতিযোগিতা চলছে।প্রত্যেক দিনই কোনো না কোনো অভিনেতা অভিনেত্রী হয় তৃণমূল অথবা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে ঠিক মুখে ভারতীয় জনতা পার্টির নতুন চমক আজ জেপি নাড্ডার উপস্থিতিতে টলিউড অভিনেত্রী পায়েল সরকার বিজেপিতে যোগদান করলেন।রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দলীয় পতাকা তুলে দেন অভিনেত্রী পায়েল সরকারের হাতে। হেস্টিংসে লক্ষ্য সোনার বাংলা পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে এই যোগদান পর্ব চলে। উল্লেখ্য কাল মুখ্যমন্ত্রীর ডানলপের সভামঞ্চ থেকে এক ঝাঁক তারকার তৃণমূলে যোগদান করেন।

মুখ্যমন্ত্রী হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, মানালি দে, কাঞ্চন মল্লিক সহ অন্যান্যরা। একদিকে যখন যশ দাশগুপ্ত পাপিয়া অধিকারীরা বিজেপিতে যোগদান করছেন তখন অন্যদিকে সৌরভ দাস কৌশানিরাও তৃণমূলে যোগদান করছেন।যদিও রাজনীতিতে তারকাদের আসা নতুন কিছু নয়। বহুকাল ধরেই এই সংস্কৃতি চলে আসছে। কিন্তু অবাক কান্ড হলো একুশে নির্বাচনের আগে তারকাদের রাজনৈতিক দলে যোগদান রীতিমতো প্রতিযোগিতা স্তরে নেমে এসেছে এটা মনে করছেন অনেকেই। তারকাদের প্রার্থী করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম কৌশল থাকে। তৃণমূল-বিজেপি একুশের নির্বাচনের আগে তারকাদের ভোটের লড়াইয়ে কিভাবে সামিল করবেন তা অবশ্য সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *