January 13, 2025

কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে বেলা নয়টা পর্যন্ত পথ বাতি জ্বলতে থাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ-

1 min read

কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে বেলা নয়টা পর্যন্ত পথ বাতি জ্বলতে থাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫,ফেব্রুয়ারী।কথায় বলে গৌরী সেনের টাকা।হ্যা গৌরী সেনের টাকা তাই যেমন তেমন করেই এই টাকার সদ্ব্যবহার করা যায়।এই কথা বলার উদ্দেশ্য একটাই কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে আজকাল প্রায়শই দেখা যাচ্ছে বেলা নয়টার আগে পৌর সভার পথ বাতি যেমন বন্ধ করে দেওয়া হয়না ঠিক একই ভাবে বিকাল চারটার সময় রোদ থাকতেই পথ বাতি জ্বালিয়ে দেওয়া হয়।এটা গৌরী সেনের টাকা বলেই কি এই ব্যবস্থ্য?কালিয়াগঞ্জের জনগনের প্রশ্ন?

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ২৫শে ফেব্রুয়ারী দেখা গেল পৌর শহরের ৮নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর এলাকায় দিব্যি একই নিয়মে তার কোন ব্যতিক্রম না ঘটিয়ে জ্বলে থাকতে দেখা গেল কালিয়াগঞ্জ পৌর শহরের গৌরী সেনের টাকার পথ বাতি।শুনেছি পৌর সাভার নাকি বর্তমানে অর্থ সঙ্কট চলছে।অর্থ সঙ্কটের কি এই নমুনা?কালিয়াগঞ্জ বিজেপি শহর মন্ডল এর সভাপতি ভবানী চরণ সিংহ জানান  আজ সকালে যখন এই আট নম্বর ওয়ার্ডের তাদের দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন ঠিক তখন তার চোখে পড়ল এধরনের একটি ঘটনা। যা কোনভাবেই কাঙ্ক্ষিত নয়।জনগনের টাকা কি ভাবে প্রতিদিন নষ্ট হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত কালিয়াগঞ্জ পৌর সভার এই খামখেয়ালিপনা।এই ধরনের কাজ কোন ভাবেই কাম্য নয়।

ভবানী বাবু বলেন আসলে পৌর সভায় বর্তমানে পাঁচ জন পৌর প্রসাশক মন্ডলীর সদস্য সেই কারণেই যা হবার তাই হচ্ছে।কথায় বলে অতি সন্ন্যাসিতে গাজন নষ্ট।বর্তমানে কালিয়াগঞ্জ পৌর সভাতে সেটাই হয়েছে।

এই ধরনের বিদ্যুতের অপচযের সাথে আর্থিক অপচয় বন্ধ করা হোক বলে তিনি জানান।বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন মাঝে মধ্যেই এই ঘটনা ঘটছে এটা ঠিকই।তবে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার একটা স্থায়ী সমাধান করার ব্যবস্থ্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *