সি পি আই এম এর পক্ষ থেকে পথ অবরোধ ও চাক্কা জ্যাম কর্মসূচী পালন চোপড়ায়
সুবল গোপ, চোপড়া:- সি পি আই এম এর পক্ষ থেকে শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া বাসস্ট্যান্ডে পথ অবরোধ ও চাক্কা জ্যাম কর্মসূচী পালন করা হয়। দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ও দেশজুড়ে বিক্ষোভের অংশ হিসেবে চোপড়াতেও এদিন চাক্কা জ্যাম করা হয় সি পি আই এম এর পক্ষ থেকে।
সি পি আই এম নেতা আনুওয়ারুল হক বলেন,বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কৃষকদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছে,আন্দোলন ও প্রতিবাদ করলেই ‘দেশদ্রোহী’ তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে,দেশের গনতান্ত্রিক ব্যাবস্থা বজায় রাখতে ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়ছে একমাত্র লালঝাণ্ডা। আত্মসমর্পন করেছে তৃণমূল, তারা আন্দোলনে নেই, বরং ব্যস্ত নিজের ঘর বাঁচাতে। উপস্থিত ছিলেন সি পি আই এম নেতা মকলেস্বর রহমান, দবিরুল ইসলাম ও কৃষক নেতা বিষ্ণুপদ দাস প্রমূখ।