লাগাতার হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে সোনামুখীর আলুচাষিরা ।
দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- লাগাতার হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে সোনামুখীর আলুচাষিরা ।গত কয়েকদিন ধরে সোনামুখী জঙ্গলে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশটি বুনো হাতির একটি দল । সন্ধ্যা হলেই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করছে এবং কৃষকদের ফসল নষ্ট করছে ।
পূর্ব নবাসন পঞ্চায়েতের শালদহ গ্রামে ধরা পরল সেরকমই ছবি । যেখানে দেখা যাচ্ছে বিঘার পর বিঘা আলু জমি হাতির দল নষ্ট করেছে রীতিমতো মাথায় হাত পড়েছে আলুচাষিদের । স্থানীয় কৃষকরা বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন । তাদের দাবি বনদপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না যার কারণে হাতি লোকালয়ে প্রবেশ করে ফসলের এত ক্ষতি করছে ।বাপ্পাদিত্য ঘোষ নামে এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন , এর আগেও বহুবার আমাদের ফসলের ক্ষতি করেছে হাতির দল কিন্তু আমরা কখনই আর্থিক ক্ষতিপূরণ পাইনি । আবারো কয়েকদিন ধরে লাগাতার হাতির দলটি ফসলের ক্ষতি করছে বনদপ্তরের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটছে বলে তিনি জানান । তবে এবার তারা ফসলের ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছেন ।