ঘন কুয়াশায় সাবধানে গাড়ি চালান এই নিয়ে কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে সচেতনতা শিবির-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭জানুয়ারি:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে থানা চত্বরে বিভিন্ন ধরনের গাড়ি চালকদের নিয়ে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।
গত কয়েকদিন ধরে যে ভাবে কুয়াশা চাঁদর সকালে এবং সন্ধ্যায় পড়ছে তা অত্যন্ত ভয়াবহ।তাই গাড়ি আস্তে চালান এবং সাবধানে চালানোর জন্য কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে গাড়ি চালকদের সতর্ক করে দিলেন কালিয়াগঞ্জ থানার নুতন আই সি দিপাঞ্জন দাস এবং কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ও সি দিনাসঙ লেপচা। তারা জানান বাড়ি থেকে গাড়ি বের করার পূর্বে সমস্ত গাড়ির চালকদের পরিবারের প্রিয়জনদের কথা মনে রেখে অত্যন্ত সন্তর্পনে গাড়ি চালাতে হবে।