হলফনামায় সন্তুষ্ট নয় উচ্চ আদালত
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–৩৪নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে কেন্দ্র ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে হলফ নামা পেশ করেছে তাতে কলকাতা হাই কোর্টের অস্থায়ী বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ অসন্তুষ্ট।জানা যায় পশ্চিমবঙ্গের ফারাক্কা থেকে ডালখোলা ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার পরি প্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের অস্থায়ী বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ হলফনামা জমার নির্দেশ দেন কেন্দ্রীয় সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।গত শুক্রবার এই মামলার হলফনামা পেস করে কেন্দ্রীয় সরকারের সাথে একযোগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার হাই কোর্টে উভয় পক্ষ হলফনামা পেশ করলে অস্থায়ী বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়ে দেয় তাদের পেশ করা হলফনামায় সঠিক ভাবে প্ৰকৃত তথ্য নেই যা দেখে বা বুঝে কোন সিদ্ধান্তে আসা যায়।সেই কারণেই উভয়পক্ষকেই পুনরায় বিস্তারিত তথ্য সমৃদ্ধ হলফ নাম পেশ করতে হবে ।হলফনামা দিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকেও একই সাথে।বিশেষ সূত্রে জানা যায় উত্তরবঙ্গের জনৈক দেবেশ সাহা ফারাক্কা থেকে ডালখোলা জাতীয় সড়কের বেহাল পরিস্থিতির উপর একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। দেবেশ বাবুর জনস্বার্থ মামলায় কলকাতার বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী আদালতে জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই প্রকলের কাজ শুরু করেছিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সার্বিক উন্নয়নের শ্বার্থে বিগত ২০০৬সালে।আইনজীবী কল্যাণ চক্রবর্তী আদালতে তার মক্কেলের স্বপক্ষে জানান ১৪ বছর ধরে একটি বেহাল সড়কের কাজ যদি কেন্দ্রীয় সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ করতে না পারে তার জন্য উত্তরবঙ্গের কয়েক লক্ষ মানুষ প্ৰতি মুহূর্তে কোন কারনে দিনের পর দিন অসুবিধা ভোগ করবে কেন?কল্যানবাবু বলেন উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সড়ক যার উপর প্রচুর মানুষের রুজি রোজগার নির্ভর করে,প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে।অথচ কেন্দ্রীয় সরকার,জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্য সরকার কারো কোন ভূমিকা বিগত ১৪ বছর ধরে নেই কেন? আইনজীবি কল্যাণ চক্রবর্তীর জোরালো সওয়ালের পর আদালত কেন্দ্র, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের যাচ্ছে তার উপযুক্ত জবাব তলব করেছিল।সেইমত শুক্রবার কেন্দ্রীয় সরকার, জাতীয় সড়ক কর্তৃপক্ষ আদালতে হলফ নামা পেশ করেন।কিন্তু কলকাতা হাই কোর্টের অস্থায়ী বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার পেশ করা হলফ নামা দেখে বিরক্তি প্রকাশ করেন।কলকাতা হাই কোর্ট হলফনামা পেশ কারীদের তাদের অসন্তুষ্টের কথা জানিয়ে দিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে পুনরায় সড়কের কাজ না হবার মূল কারণ কি তার প্ৰকৃত তথ্য সমৃদ্ধ হলফনামা পেশ করবার জন্য নির্দেশ দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});