শ্রমিক মেলায় সংস্কৃতি অনুষ্ঠান
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-গত বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের করোনেশন স্কুল মাঠে শ্রমিক মেলায় অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।সংস্কৃতি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা ব্যানার্জী, বেতার শিল্পী সরোজ সিনহা,স্বাগতা মুখার্জি, গৌর আচার্য,তানিয়া পাল,রূপক ঘোষের সঙ্গীত উঅস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।নৃত্য পরিবেশন করে অর্চিতা বসাক উপস্থিত দর্শকদের অভিনন্দন পায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে শ্রুতি নাটক পরিবেশন করে শঙ্কর কুমার রায় সবার প্রশংসা অর্জন করে।দুদিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় অত্যন্ত দক্ষতার ছাপ রাখতে সমর্থ হয় যথাক্রমে মিঠুন সাহা ও সান্তনু চ্যাটার্জী।অনুষ্ঠানের সার্বিক সাফল্যের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন সোম নাথ রায়।গত মঙ্গলবার পশ্চিম বঙ্গ সরকারের শ্রম দপ্তরের পরিচালনায় ও উপ- শ্রম মহা মহাধক্ষের উদ্যোগে শ্রমিক মেলার উদ্বোধন করেন শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী জনাব জাকির হোসেন।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,পুলিশ সুপার সুমিত কুমার,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});