কালিয়াগঞ্জে ৫ দিনব্যাপী যাত্রিক নাট্য উৎসবে সেমিনার ও গুণীজন সম্বর্ধনা
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের যাত্রিক নাট্য গোষ্ঠীর উদ্যোগে ৫ দিন ব্যাপী যাত্রিক নাট্য উৎসব শুরু হতে চলেছে আগামী ২৫শে জানুযারি।নাট্য উৎসব চলবে আগামী ২৯শে জানুয়ারী পর্যন্ত।নাট্য উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত নাট্য নির্দেশক তথা নাট্য অভিনেতা গৌতম হালদার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ যাত্রিক নাট্য গোষ্ঠীর কর্নধার নাট্য ব্যক্তিত্ব নরেন্দ্র নারায়ন চক্রবর্তী জানান তাদের নাট্য সংস্থা এবার শুধু নাট্য উৎসব করেই তাদের দায়িত্ব শেষ করে দিচ্ছেনা।নাট্য উৎসবের প্রথম দিন বিকেলে একটি নাট্য সেমিনারের আয়োজন করেছেন।নাট্য সেমিনারের প্রধান আলোচক প্রখ্যাত নাট্য নির্দেশক তথা বিশিষ্ট অভিনেতা গৌতম হালদার।সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।যাত্রিক নাট্য গোষ্ঠীর দুই বিশিষ্ট নাট্য কর্মী বিজন সাহা ও দেবাশিস পাল বলেন যাত্রিক নাট্য গোষ্ঠী তাদের ৫ দিনের এই নাট্য উৎসবের মাঝে কালিয়াগঞ্জের চার বিশিষ্ট গুণীজনদের তাদের বিভিন্ন ক্ষেত্রে সমাজের প্রতি অবদানের জন্য সম্বর্ধিত করবেন বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});