কালিয়াগঞ্জে ফুটবল একাডেমি গঠন
1 min read
তন্ময় চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)--উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ফুটবল খেলার উন্নয়নে রবিবার কালিয়াগঞ্জ শহরের কলেজ পাড়ায় রুদ্রবিনা ক্লাবে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সর্বসন্মতিক্রমে ১২জনের একটি কমিটি গঠন করে তপন চক্রবর্তীকে সভাপতি,মল্লিকা রায় ও জয়ন্ত ব্যানার্জী কে সহ সভাপতি, তরুণ গুহ্কে সাধারণ সম্পাদক, সুশান্ত চৌধুরীকে সহ সম্পাদক এবং বিকাশ সাহা ও কুন্তল সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন তপন সাহা, এজাবুল হক,বিশু দাস ও অজয় গুহ।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির নব নিযুক্ত সাধারণ সম্পাদক তরুণ গুহ বলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির মূল লক্ষ শহর ও গ্রামে গঞ্জে প্রতিভাবান ফুটবলার তৈরী করাই একমাত্র লক্ষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});