December 24, 2024

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় সৌরপথ বাতি প্রতিস্থাপন প্রকল্পের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

1 min read

সুব্রত সাহা , রায়গঞ্জ ঃ-
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ায়
রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায়  সৌরপথ বাতি প্রতিস্থাপন প্রকল্পের শুভ সূচনা হল
আজ।
 উত্তর দিনাজপুর
জেলাশাসকের দপ্তরের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সৌরপথ বাতি প্রকল্পের শুভ
সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 উদ্বোধনের  পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
জানিয়েছেন
, রাজ্যের
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় শুধু রায়গঞ্জ কর্নজোড়ায় সৌরপথ বাতি প্রকল্প শুভ সূচনাই
নয়
, রায়গঞ্জ ব্লকের
বড় বরুয়া গ্রামে ৭২ টি ক্লাস্টারের উদ্বোধনও আজ করা হয়েছে।  উত্তরবঙ্গের রাস্তাঘাট
, সেতু ও নানান
উন্নয়নমূলক কাজ চলছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত
ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি
, উত্তর দিনাজপুর
জেলাপরিষদ সভাধিপতি কবিতা বর্মন
, ইটাহারের বিধায়ক অমল আচার্যসহ জেলা প্রশাসনের আধিকারিকেরা।জানা
যায়  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত
৮১ লক্ষ টাকা ব্যায়ে রায়গঞ্জ কর্নজোড়ায় সৌরপথ বাতি প্রকল্পে ১৬০ টি এল ই ডি লাইট
লাগানো হবে। সেই সৌরপথ বাতি প্রকল্পের উদ্বোধন হল আজ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *