জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কালাগছ দেবীঝোড়া রুটের মানুষ
1 min read
জয়দেব গোপ, চোপড়া: জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কালাগছ দেবীঝোড়া রুটের মানুষ। উল্লেখ্য কালাগছ থেকে দেবিঝোড়া রুটে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ সহ স্কুল কলেজের পড়ুয়াদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালাগছ দেবীঝোড়া রুটে সরকারি স্টেট বাস না থাকায়, জীবনের ঝুঁকি নিয়ে ছোট গাড়ি গুলিতে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অনেক সময় ছোট গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।
যার ফলে বেশ কয়েকবার এই রুটে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। তাই এলাকাবাসীর দাবি সাধারণ মানুষ এবং বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়াদের যাতায়াত সুগম করতে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা ইসলামপুর থেকে কালাগছ দেবীঝোড়া রুটের স্টেট বাস পুনরায় চালু করা হোক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});