চোপড়ায় শুরু হল বৈধ পরিমাপ যন্ত্রের নবীকরণ
1 min read
জয়দেব গোপ,চোপড়া: বুধবার চোপড়ায় শুরু হল বৈধ পরিমাপ যন্ত্রের নবীকরণ। ইসলামপুর উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ইলেকট্রিক পরিমাপ যন্ত্র এবং দাড়ি পাল্লার বাটখারার সঠিক ওজন যাচাই করে বৈধ প্রমানের সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হয়েছে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার সমস্ত দোকান দাররা তাদের নিজ নিজ পরিমাপ যন্ত্র এবং বাটখারা নিয়ে হাজির হয়েছেন।এই নবীকরণের কাজ বুধবার এবং বৃহস্পতিবার চলবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই নবীকরণের মূল উদ্দেশ্য উপভোক্তারা যাতে সঠিক ওজন পান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});