রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পাল আন্তর্জাতিক গবেষণায় পুরস্কৃত
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পাল ইন্টার ন্যাশনাল বেস্ট রিসার্চার আওয়ার্ড পেয়ে সম্মানিত হলেন।রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডঃ তাপস পাল বুধবার এক সাক্ষাৎকারে জানান গত ২০১৮ র ৩০শে ডিসেম্বর তামিলনাড়ুর পেরাম্বালুড়ে এই এওয়ার্ড দেয়া হলেও তাপস বাবু সেই অনুষ্ঠানে থাকতে না পারার কারণে গত ২৭শে জানুয়ারী রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে এই সন্মান ডাকযোগে আমেরিক থেকে পাঠিয়ে দেওয়া হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায় ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট(আইএসি আর ডি)ফ্যাকালটি ২০১৮ প্রদত্ব এওয়ার্ড পেলেন। রায়গঞ্জ বিশ্ব বিদ্যালযের তরুণ অধ্যাপক ডঃ তাপস পাল এই সন্মান পাওয়ায় রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অনিল ভূঁইমালী অধ্যাপক ডঃ তাপস পালকে ধন্যবাদ জানিয়েছেন। ।অধ্যাপক ডঃ তাপস পাল এর পূর্বেও কয়েকবার আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পুরস্কারে ভুষিত হয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});