মানুষের অভাব অভিযোগ শুনছেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল
1 min read
ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ও ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রি অফিসের চেম্বারের বাইরে দপ্তর সাজিয়ে বসছেন। খোলা আকাশের নীচে বসেই তাঁরা মানুষের অভাব অভিযোগ শুনছেন। সকাল থেকে এই ছবি দৃশ্যতই সকলকে অবাক করছে। ওয়াকিবহাল মহলের মতে, জনসংযোগ বাড়াতে ও সাধারণ মানুষের কথা শোনার ক্ষেত্রে তাঁদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কানাইয়ালালবাবু বলেন, আমার কাছে যেকেউ আসতে পারেন, আমি সবার সঙ্গেই কথা বলি। সকলের অভিযোগ শুনি। যাঁরা সমস্যা নিয়ে আসেন তাঁদের সেই সমস্যা সমাধানের চেষ্ট করি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিদিন চেম্বারে বসি, তবে বাইরে বসে আরও লোকের কাছে পৌঁছতে পারলাম। ইসলামপুর থানার আইসি রাজেনবাবু বলেন, কয়েকদিন থেকে থানার সামনে টেবিল-চেয়ার পেতে বসছি। অনেকেই আসছেজনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের জনপ্রতিনিধির নির্দেশ দিয়েছেন। কানাইয়ালালবাবুর দাবি, তাঁর জনসংযোগ অত্যন্ত ভালো এবং যেকোনও মানুষ বিনা সংকোচে তাঁর সঙ্গে কথা বলতে পারেন। এদিন অনেকেই এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। হাউস ফর অল, শৌচাগারের জন্য দ্রুত বরাদ্দ দেওয়ার আর্জি জানান তাঁরা। এদিন চেয়ারম্যানকে বাইরে চেয়ারে বসেই অফিসের প্রয়োজনীয় কাগজে সই করতে দেখা যায়। অনেকেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যান। স্থানীয়রা বলেছেন, চেয়ারম্যান বাইরে বসায় অনেকেই তাঁর সঙ্গে সহজে কথা বলতে পেরেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানকে বাইরে বসে থাকতে দেখে অনেকেই এসে দেখা করেন। ন। তাঁদের সঙ্গে আমি সরাসরি কথা বলছি। স্থানীয়রা বলছেন, পুলিস জনগণের সঙ্গে সম্পর্ক বাড়াতে ফুটবল খেলছে, রক্তদান শিবির করেছে। তারপরেও সাধারণ মানুষ থানার ভেতরে যেতে ভয় পান। ছোটখাট ঘটনা নিয়ে সরাসরি কেউ থানা-পুলিস করতে চান না। আইসি’দের সঙ্গে সরাসরি কথাও বলা যায় না। অভিযোগ জানানোর ক্ষেত্রে ডিউটি অফিসারের ঘরে গিয়ে অভিযোগ জানাতে হয়। আইসি থানা চত্বরে খোলা আকাশের নীচে চেয়ার বসে অভিযোগ নিয়ে আসাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, এটা খুব ভালো উদ্যোগ। নির্দিষ্ট অভিযোগ পেয়ে তিনি অধস্তন কর্মীদের নির্দেশ দিচ্ছেন। পুলিস সম্পর্কে মানুষের মনে ভয় এতে অনেকটাই কাটছে। পুরসভায় প্রতিদিন বহু মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। চেয়ারম্যানের চেম্বার প্রায় সবসময়তেই ভিড় থাকে। কেউ অফিসিয়াল কাজে আসেন কেউ আবার প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদের নালিশ জানাতে আসেন। চেয়ারম্যান যেহেতু এলাকার বিধায়ক তাই গ্রামাঞ্চল থেকেও অনেকে তাঁর সঙ্গে দেখা করতে পুরসভায় আসেন। বাইরে খোলা জায়গায় বসার কারণে সাধারণ মানুষ বিনা সংকোচেই এদিন তাঁর সঙ্গে কথা বলতে পেরেছেন। মুখ্যমন্ত্রী তথা পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিস প্রশাসনকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তাই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পড়ুয়াদের পুলিস শামিল করছে। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলা পুলিসের উদ্যোগে প্রতিটি ব্লকের ছেলেমেয়েদের জন্য স্পোকেন ইংলিশ শেখার জন্য ওপেন লার্নিং সেন্টার খোলা হয়েছে। কয়েকটি জায়গায় প্রাইভেট টিউশনির জন্য কোচিং সেন্টারও চালু করা হয়েছে। এভাবে পুলিস জনসংযোগ বাড়াচ্ছে। সেই তালিকায় ইসলামপুর থানার আইসি’র এই উদ্যোগ পুলিস প্রশাসনের প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});