December 24, 2024

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ধুপগুড়িতে শুরু হল সপ্তম বই মেলা

1 min read
আশীষ ভট্টাচার্য্য–সোমবার  ধূপগুড়ী তে শুরু হলো গ্রন্থ মেলা চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। বই মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক তথা উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালযের ইতিহাস বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক ডঃ আনন্দ গোপাল ঘোষ।

ধূপগুড়ী পৌরসভার উদ্যোগে ও ধূপগুড়ী গ্রন্থ মেলা কমিটির ব্যবস্থাপনায় শুরু হলো সপ্তম বর্ষ ধূপগুড়ী গ্রন্থ  মেলা ২০১৯।ধূপগুড়ী পৌর ফুটবল ময়দান। নামাকরন করা হয়ছে প্রায়াত গোপাল মুখার্জী প্রাঙ্গণ ।
মঞ্চের নামাকরন নীরেন্দ্র নাথ চক্রবর্তী মঞ্চ। ধূপগুড়ীর সর্ব স্তরের মানুষ স্কুল কলেজের ছাত্র ছাত্রী সবাই বণাঢ্য শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন। শোভা যাত্রার মুল আকর্ষন ছিল রণপা –ঘোড়ার গাড়ি –আদিবাসী নৃত্য প্রভৃতি।
 বিভিন্ন দিনে থাকছে অঙ্কন প্রতিযোগিতা -যেমন খুশি তেমন সাজো -বাউল গান –রাভা নৃত্য –রাই বেশে–রাভা নৃত্য–মুখোশ নৃত্য –রূপঙ্করের সঙ্গীতানুষ্ঠান। শেষ দিনে থাকছে পুরস্কার বিতরন ও সম্বর্ধনা অনুষ্ঠান। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মঞ্চ ও প্রাঙ্গন উদ্বোধন করন চেয়ারম্যান ভারতী রায়–ভাইস চেয়ারম্যান রাজেশ সিং  বিধায়ক মিতালী রায় -বিখ্যাত  গবেষক আনন্দ গোপাল ঘোষ   প্রমুখ। কলকাতার বহু নামি সংস্থা ওপ্রকাশকরা গ্রন্থ মেলায় দোকান নিয়ে এসেছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *