মুর্শিদাবাদ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যায় বেড়ে দাঁড়ালো ৪৩
1 min read
প্রীতম সাঁতরা,(বর্তমানের কথা) ঃ ক্রমে বেড়েই চলেছে মুর্শিদাবাদ বাস দুর্ঘটনায় মৃতদের সংখ্যা। মঙ্গলবার উদ্ধার হওয়া মৃত দেহের সংখ্যা ছিল ৪২। তার পরের দিনই, অর্থাৎ বুধবার সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে আরও একটি দেহ। সব মিলিয়ে উদ্ধার হওয়া মৃত দেহের সংখ্যায় দাঁড়ালো ৪৩। তবে মৃত দেহের সংখ্যায় আরও বাড়তে পাড়ে বলে অনুমান। কারণ দুর্ঘটনার সময় বাসে ৫০ জনেরও বেশী যাত্রী সওয়ার ছিল বলে মনে করা হচ্ছে। এদিকে উদ্ধার কার্যে নামা ডুবুরীদের অনুমান, নদী তলে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকায়, দেহ পচনের সম্ভাবনা কম। এবং মৃত দেহগুলি এখনই ভেসে উঠবে না বলেই অনুমান। খালের গভীরে কাদায় আরও মৃত দেহ আটকে থাকারও সম্ভাবনা রয়েছে।