চোপড়া থানার ১০০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বর্ষব্যাপী অনুষ্ঠানের শুরু হল রক্তদানের মাধ্যমে
1 min read
বর্তমানের কথা :- রবিবার উত্তর দিনাজপুর জজেলার চোপড়া থানার ১০০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বর্ষব্যাপী অনুষ্ঠানের শুরু হল রক্তদানের মাধ্যমে। এদিনের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন চোপড়া থানার আইসি গৌতম রায় ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিধায়ক হামিদুল রহমান ও চোপড়া থানার আইসি গৌতম রায় নিজের রক্তদানের মাধ্যমে রক্ত নেওয়া শুরু হয়।চোপড়া থানার আইসি গৌতম রায় বলেন রক্তদান হল মহৎ কাজ। এই কাজে প্রত্যেককে নিঃসন্দেহে এগিয়ে আসা প্রয়োজন। এদিন চোপড়া থানার পুলিশ সহ বিভিন্ন কর্মিদের নিয়ে প্রায় 70 জন রক্তদান করেন ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি গৌতম রায়, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির আবেদিন, ইন্সপেক্টর আশিস কুন্ডু, পিনাকি ঘোষ সহ অনান্যরা।