বাইরে নয় বাড়ি বসেই টাকা উপার্জন করতে পারবে মহিলারা
1 min readমামুন সরকার বর্তমানের কথা: হরিরামপুর থানার পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের সোনাহান সংসদে শুরু হলো নার্সারি গড়ার প্রকল্প হরিরামপুর ব্লকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পঞ্চায়েত পুন্ডারী গ্রাম পঞ্চায়েত শুধু তাই নয় জেলার মধ্যে আঁজলা ভার্মি তে প্রথম হয়ে পুরুস্কার পেয়ে ছিলো এই পঞ্চায়েত। সেই কারণে ভালো কাজ দেখে আবারো নার্সারি তৈরি করার কাজ দিলো এই পঞ্চায়েতকে এই সংসদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী দের দিলো এই নার্সারি তৈরির কাজ । তবে পঞ্চায়েত প্রধান রামিসা বেগম জানিয়েছেন আমরা তেজ পাতা ,উকেলেক্টার ,নানান ধরণের গাছের বিচ দিচ্ছি মহিলা দের হাতে ,,তাতে মহিলাদের সংসারিক আই বাড়বে অভাব দূর হবে প্রত্যেকটি মহিলা টাকাও পাবে পঞ্চায়েতের মাধ্যমে তাছাড়া এই গাছ বাইরে বিক্রি করতে যেতে হবে না নায্য মূল্য দিয়ে এই গাছ আবার পঞ্চায়েত কিনবে অনেক উপকার হবে মহিলাদের বাইরে কাজ করতে যেতে হবেনা বাড়িতেই এখন টাকা উপার্জন করতে পারবেন তারা শুধু তাই নয় আবারো দক্ষিণ দিনাজপুর জেলায় নার্সারি প্রকল্পে প্রথম স্থান গ্রহণ করতে হবে আমাদের । তবে এই গাছের বীজ পেয়ে খুব খুশি মহিলারা সেই কারণেই চলছে জোড় কদমে নার্সারি তৈরির প্রচেষ্টা ছোট ছোট পলিথিনের পেকেটে মাটি ভোরে শুরু করছে নার্সারির কাজ ।