১৭০ টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল সহ দুই জন গ্রেপ্তার
1 min readতন্ময় দাস হেমতাবাদঃ ১৭০ টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল সহ দুই জনকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলেদিলন বিএসএফ জাওয়ানরা। অভিযুক্তদের নাম মজাহার হুসেন (৩৪), বাড়ি হেমতাবাদ ব্লকের সমাসপুর গ্রামের সর্দারপাড়া এলাকায়।হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্র জানান, বিএসএফ এর অভিযোগের ভিত্তিতে হেমতাবাদ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং এর সঙ্গে বড় কনো চক্রের হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে একটি মোটর বাইক ও ১৭০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।গত কাল গভীর রাত্রে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময় হাতেনাতে দুই জনকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেন বি এস এফ এর ১৬৭ নং ব্যাটেলিয়নের জাওয়ানরা। পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার গভীর রাতে বিএসএফ এর ১৬৭ নং ব্যাটেলিয়ান এর আধিকারিকরা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়ে জানায় ওই দুই অভিযুক্ত একটি মোটর বাইক করে নিষিদ্ধ কাফ সিরাপের ১৭০টি বোতল বস্তায় ভরে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলো। বিএসএফ এর অনুমান ধৃতদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে এই সিরাপ পাচার করার। সেই সময় বিএসএফ এ ওই এলাকায় কর্মরত জাওয়ানরা তাদের হেমতাবাদ ব্লকের বিষ্ণপুরের মাকড়হাট সীমান্ত থেকে আটক করে হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেন।