December 22, 2024

কালিয়াগঞ্জে ফের চালু ২ শিশুশ্রমিক স্কুল

1 min read


শঙ্কর গুপ্তা (বর্তমানের কথা)প্রায় এক বছর বন্ধ থাকার পর শ্রমদপ্তেরের অধীনে থাকা কালিয়াগঞ্জ মালগাও পঞ্চায়েত এলাকায় চালু হল দুটি শিশুশ্রমিক স্কুল।২০১৮ শিক্ষাবষেই ফের পঠন পাঠন চালু হয় ১০ নাম্বার পঞ্চায়েতের মালগাও এ পাহারগাও গ্রামের এক দুই শিশুশ্রমিক স্কুলে। পঠনপাঠন চালুর পাশাপাশি  মিড-ডে মিলও চালু হয় ।প্রশাসন সূত্রে জানা যায় এর আগে মালগাও গ্রাম এলাকার ৫টি শিশুশ্রমিক স্কুলে চালু ছিল  ২০১৬-র ডিসেম্বর পযন্ত চালু থাকলেও ২০১৭তে ভরতি নিয়মের জটিলতায় পড়ে এই ৫টি জাতীয় শিশুশ্রমিক স্কলে পঠনপাঠন বন্ধ হয়ে যায়। জেলাশাসক আয়েষা রানি এ ও জেলা শ্রমদপ্তরের প্রচেষ্টায় ফের কালিয়াগঞ্জে ২টি স্কুলে পঠনপাঠন চালুর অনুমোদন মিলেছেন সেইমতো  নতুনভাবে ছাত্র ছাত্রী ভরতি নিয়ে পঠনপাঠনের সঙ্গেই চালু হয়ে গেল মিড-ডে মিলওএর আগে ৫টি স্কুলে থাকলেও এবারে তা কমে হয়েছে ২টি। সরকারি নিয়মে এই জাতীয় শিশুশ্রমিক স্কলে সবোচ্চ ৩০ জন ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ পাবকালিয়াগঞ্জ ব্লক তথা উত্তর দিনাজপুরে মোট ৪০টি জাতীয় শিশুশ্রমিক স্কল চালু ছিল।সরকারি নিয়মের জটিলতায় ২০১৬ সালের পর অধিকাংশ স্কুলে ছাত্র ছাত্রী ভরতি বন্ধ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে শেষ পযন্ত কালিয়াগঞ্জে মালগাও এলাকার ফের নতুনভাবে শুরু হল এই স্কুলে ২ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *