বাইপাসের কাজ পরিদর্শন করতে ইসলামপুরে এলেন জেলা শাসক আয়েশা রানী এ।
1 min readরৌণাক কুমার যাদব ( ইসলামপুর): বাইপাসের কাজ পরিদর্শন করতে ইসলামপুরে এলেন জেলা শাসক আয়েশা রানী এ।মঙ্গলবার তিনি বাইপাসের জন্য অধিগৃহিত জমিতে যে রাস্তার প্রাথমিক কাজ হয়েছে তিনি তা খতিয়ে দেখেন।তিনি বলেন,খুব ভালো ভাবেই বাইপাসের কাজ হচ্ছে।বাইপাস নিয়ে আপাতত কোনও সমস্যা নেই। এদিন বাইপাসের কাজ নিয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য জাভেদ আখতার দেখা করেন জেলা শাসকের সঙ্গে।তিনি বাইপাসের বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলাশাসক কে।অন্যদিকে এদিন ইলুয়াবাড়ি,বলঞ্চা এবং রায়পাড়া তে বাইপাসের কাজ হয়েছে বেশ স্বাভাবিক গতিতেই।ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট থেন্ডুপ শেরপা জানান,এখন থেকে আর স্টেজিং বাংলোয় বাইপাসের জন্য তৈরি হওয়া অফিস থাকছে না।সেই অফিস সেখান থেকে তুলে নিয়ে এখন ইলুয়াবাড়িতেই বসানো হবে।জমি দাতা কৃষকরা এখন থেকে তাদের যেকোনো সমস্যাতেই সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন।