December 22, 2024

প্রশাসনের উপস্থিতিতে বেয়াইনি ভাবে গড়ে ওঠা রাস্তার পাশে বাজার উচ্ছেদ করা হল ইটাহার -কালিয়াগঞ্জ রাজ্য সড়ে ফতেপুর হাটে

1 min read
(বর্তমানের কথা)ঃ প্রশাসনের উপস্থিতিতে বেয়াইনি ভাবে গড়ে ওঠা রাস্তার পাশে বাজার উচ্ছেদ করা হল। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৪ নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন ফতেপুর এলাকার  ইটাহার -কালিয়াগঞ্জ রাজ্য সড়ে ফতেপুর হাটে গড়ে উঠেছে অবৈধ্য ভাবে দোকাট পাট।এরফলে হাটের দিন গুলিতে চরম যানজট হয় এলাকায়। ফলে ছোট খাটো পথ দুর্ঘটানা লেগেই থাকে। প্রশাসনের তরফ থেকে হাটের ব্যবসায়ীদের বলা হয়েছিল কোন ব্যবসায়ী সরকারি যায়গায় স্থায়ী ভাবে দোকান গড়ে তুলবে না। প্রশাসনের বার বার নিশেধাক্কা জারি করেও কোন সুফল বেরিয়ে আসেনি। ফলে বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে গত ২৬ শে ডিসেম্বর তাদের নোটিশ জারি করা হয় তাদের দোকান পাট সহ রিয়ে নিয়ে যাবার জন্য। এর পড়েও কোন প্রকার ব্যবসায়ীরা  কর্নপাত করেনি বলে অভিযোগ প্রশাসনের এরপড়ে হাট ব্যবসায়ীদের সাথে নিয়ে বৈঠকরে বসে ব্লক প্রশাসন তাতেও  কোন সুফল বের হয়নি। তাই বাধ্য হয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুরে অবৈধ ভাবে গড়ে ওঠা ঘড় গুলি উচ্ছেদ করে ব্লক প্রশাসন। এদিনের উচ্ছেদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ সভাপতি রুস্তম আলী, বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক সরকার সহ আরো অনেকে। এদিনের উচ্ছেদ প্রক্রিয়ায় কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ সাহার নেতৃত্বে ছিল বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *