তিন দিন ব্যাপী চিত্রা হারের নাম করে পাঁচমাস ধরে আটকে রাখে একটি মেয়েকে চিত্রা হারের মালিক ।
1 min readমামন সরকার (বর্তমানের কথা) ঃ হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের মিলন পল্লী গ্রামের পান্না মন্ডল (৩২)বছরের মহিলা বিহারে একটি অর্কেস্ট্যার চিত্রাহারে কাজ গড়তে গিয়ে আটকে রাখে চিত্রা হারের মালিক প্রায় পাঁচ মাস ধরে বাড়ি আস্তে দিচ্ছে না বলে অভিযোগ পান্না মন্ডলের মা ও দাদার । শেষে থানায় দ্বারস্থ পান্না মন্ডলের মা ও দাদা । মায়ের অভিযোগ পাঁচ মাস আগে আমার ছেলে ও মেয়েকে নিয়েজাই বিহারে অনুষ্ঠান করতে এর আগেও বহু জায়গায় গিয়ে অনুষ্ঠান করে এসেছে তারা ।কোনো রকম কিছু অপ্রীতি কর ঘটনা ঘটেনি কিন্তু এবার বিহারে এক অর্কেস্ট্যার পার্টিতে গিয়ে আমার মেয়েকে আটক করেছে তারা ।ছেলে বাড়ি ফিরে আসে অনেক দিন আগে আবারো বোনকে নিয়ে আসতে কয়েক বার দাদা বিহারে গেলেও মেয়েকে ছাড়েনি মালিক।চিত্রা হারের মালিককে ফোন করলে স্পষ্ঠ জানিয়ে দেন পান্না কে ছাড়বে না সে ।সত্যি বলতে খুবই দরিদ্র পরিবার পান্না দের অনুষ্ঠান করে দিন কাটত তাদের।দাদা সামান্য লটারি বিক্রি ও পুজো করে তাতে কোনো মতো সংসার চলে।বিয়ের পরেও বাবার বাড়িতে থাকতে হতো পান্না মন্ডলকে একটি ছেলেও রয়েছে স্বামী দ্বিতীয় পরিবার করে সুখে সংসার করছে।হরিরামপুর থানায় আইসি বিনোদ ছেত্রীকে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেওয়া হবে বলে আসা দিয়েছেন তিন।