December 21, 2024

তাইওয়ানের পূর্বাঞ্চলে হুয়ালিয়েন কাউন্টিতে ভূমিকম্পে প্রাণ হারালেন দুই জন এবং আহত ১৮৬

1 min read

তাইপেই (বর্তমানের কথা) : তাইওয়ানের পূর্বাঞ্চলে হুয়ালিয়েন কাউন্টিতে ভূমিকম্পে প্রাণ হারালেন দুই জন।আহতের সংখ্যা প্রায় ১৮৬। গতকাল রাত ১১.৫০-এ এই ভূমিকম্প অনুভুতি হয় তাইওয়ানে।কম্পনের মাত্রা ৬.৫।চিনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে,এই কম্পনের উত্সস্থল ছিল ২৪.১৩ ডিগ্রি অক্ষাংশ এবং ১২১.৭১ ডিগ্রি দ্রাঘিমাংশ। গভীরতা ১১ কিমি।সমগ্র তাইওয়ান জুড়ে এই কম্পন অনুভূত হয়। হুয়ালিয়েনেই কম্পনের প্রভাব ছিল বেশি। সেখাঙ্কার  বেশ কিছু বাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের জেরে  ভেঙে পড়ে হুয়ালিয়েনের মার্শাল হোটেল। ওই বিল্ডিংয়ে আটকে পড়েন তিনজন। সুয়াও থেকে হুয়ালিয়েনগামী সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।গত ৪ ফেব্রুয়ারি থেকে ওই এলাকায় প্রায় ৪০০ বার কম্পন ধরা পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে আরও ভূমিকম্প হতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *