December 22, 2024

কুলিক বাঁচাও কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে

1 min read
পিয়া গুপ্তা  উত্তর দিনাজপুর  :কুলিক বাঁচাও কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে।কর্নজোড়ায় জেলা প্রশাসনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ,জেলা পরিষদের সহকারি সভাধিপতি পূর্নেন্দু দে, প্রকল্প আধিকারিক শুভ্রজিৎ গুপ্ত সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। সভার শুরুতে  এদিন  কুলিক নদীর  উপর একটি লোগোর উদ্বোধন করেন জেলা শাসক। কুলিক নদীকে বাঁচাতে রায়গঞ্জ ও হেমতাবাদ ব্লকের মোট ১৪ টি অঞ্চলের যে সমস্ত এলাকা দিয়ে  কুলিক নদী বয়ে  গেছে সেই সব এলাকায় পুকুর ও খাড়ি খনন,বৃক্ষ রোপন সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ শুরু করেছে প্রশাসন। রায়গঞ্জ পুরসভা এলাকায় কুলিক নদীর আশপাশে সচেতনতামূলক বিভিন্ন পোস্টার, নদীতে নোংরা আবর্জনা না ফেলার জন্য ব্যানার এবং বৃক্ষরোপনে উপর জোড় দেন জেলাশাসক আয়েশা রানী । ১০০ দিনের প্রকল্পে কাজকে এক্ষেত্রে রুপায়নের জন্য আবেদন জানান তিনি।পাশাপাশি আজকের সভায় গৃহীত সিদ্ধান্তগুলি আগামী সভার আগে বাস্তবায়নের উপর জোড় দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *