গ্রামে গজিয়ে ওঠা অবৈধ মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরলো গ্রামের মহিলারা
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : বারংবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।অবশেষে গ্রামের মহিলারা হাতে লাঠি ঝাটা ধরতে বাধ্য হলো।গ্রামে গজিয়ে ওঠা অবৈধ মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরলো গ্রামের মহিলারা।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার আমৃতি অঞ্চলের বটতলী গ্রামে।এলাকার মহিলাদের অভিযোগ,গ্রামের এক প্রান্তে গজিয়ে উঠে ছিলো মদের ঠেক।সন্ধে হলেই গ্রামে দেখা মিলছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের।সেই ঠেকে মদ থেকে মদ্যপরা গ্রামে চালাতো অশ্লীল গালিগালাজ।সন্ধ্যের পর গ্রামের মহিলারা নিজেদের নিরাপদ হীনতায় ভুগছিল।কারণ রাতের অন্ধকারে চলছিলো এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অবৈধ মদের কারবার।বারংবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি।তাই আজ আমরা নিজেরাই সেই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছি।এমন মদের ঠেক গ্রামে গজালে আমরা আবার হাতে লাঠি ঝাটা ধরবো।ভাংচুর আগুনের খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সাথে এই অসাধু মদ ব্যবসায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।