বাহিন গ্রাম পঞ্চায়তের তৃণমূলের সদস্যার বাড়ির মাটি খুড়ে উদ্ধার পঞ্চায়তের চুরি যাওয়া জিনিষ ,গেপ্তার তৃণমূল সদস্যার ছেলে
1 min readবর্তমানের কথা ঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর বাহিন গ্রাম পঞ্চায়তের তৃণমূলের সদস্যার বাড়ির মাটি খুড়ে উদ্ধার পঞ্চায়তের চুরি যাওয়া জিনিষ ,গেপ্তার তৃণমূল সদস্যার ছেলে । উদ্ধার হয় পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী সহ এই বাহিন গ্রাম পঞ্চায়েত থেকে চুরি কম্পিউটার কক্ষ থেকে বেশ কয়েকটি কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার সহ একাধিক কাগজপত্র।রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসের উপস্থিতিতে ওই বাড়ির মাটি খুঁড়তেই এদিন উদ্ধার হয় সেইসব। ওই তৃণমূল সদস্যার ছেলে রাজু দেবশর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।