ফের চিতাবাঘের মৃত্যু ঘটলো আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকে
1 min readতমাল চক্রবর্তী :- ফের চিতাবাঘের মৃত্যু ঘটলো আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকে,বীরপাড়া শহর সংলগ্ন জয়বীরপাড়া চা বাগানের 1নং সেকশনের ডিমডিমা শুখা নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার করে দলগাঁও বনদপ্তর,দলগাঁও বনদপ্তরের ডেপুটি রেঞ্জার প্রকাশ থাপা জানিয়েছেন, চাবাগান এলাকার বাসিন্দারা চিতাবাঘের দেহ পরে থাকতে দেখে বনকর্মীদের খবর দেয়,এরপর বাঘটিকে উদ্বার করে দলগাঁও রেঞ্জে নিয়ে আসা হয়,মৃত বাঘটির দেহ ময়নাতদন্ত করে দেখা হবে ঠিক কি কারণে বাঘটির মৃত্যু হয়েছে, প্রাথমিক ভাবে বনকর্মীরা মনে করছেন,বার্ধক্যজনিত কারণে অথবা শারীরিক অসুস্থতার জন্য চিতাবাঘটির মৃত্যু হয়েছে