December 21, 2024

স্ত্রীর অবৈধ সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বামী তাই স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু মালদায়

1 min read


মালদা : স্ত্রীর অবৈধ সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বামী।সেই বাধা দূর করতে একটাই উপায় ছিল স্বামীর মৃত্যু।ঠিক তাই হলো স্বামীকে পুড়িয়ে মারলো স্ত্রী।ঘটনায় ঘুমন্ত অবস্থায় স্বামীর গায়ে আগুন লাগিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহেশপুর বাগানপাড়া এলাকায়।জানাগেছে,মৃত স্বামীর নাম শোনা মন্ডল(৩৫)।পেশায় টোটো চালক ছিলেন তিনি।স্ত্রী গায়েত্রী মন্ডল।প্রায় বছর ১৩ আগে এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।বর্তমানে এই দম্পত্তির এক কন্যা সন্তান ও দুই পুত্র সন্তান রয়েছে।তবে বর্তমানে এই গৃহবধূ জড়িয়ে পড়েছিলেন দেহ ব্যবসার সঙ্গে।একাধিক পর পুরুষের সাথে এই মহিলার ছিল অবৈধ সম্পর্ক।স্ত্রীর এই কীর্তি জানতেন স্বামী।মহিলার অবৈধ সম্পর্কের কীর্তি লুকোনো ছিলোনা গ্রামের মানুষদের কাছেও।
স্থানীয় সূত্রে জানাগেছে, পয়সার লালসায় মহিলার পর পুরুষদের সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল।এই ঘটনা স্বামী শোনা মন্ডল জেনে যাওয়ার পর থেকে শুরু হয় অশান্তি।সেই কারণে সংসারে লেগেই থাকতো অশান্তি।শুক্রবার রাতেও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছিলো।তার কিছুক্ষন পর আগুনে সোনাকে পুড়তে দেখে প্রতিবেশিরা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।তবে ভোররাতে মৃত্যু হয় তার।স্থানীয় ও পরিবারের অভিযোগ অবৈধ সম্পর্কের পথের কাটা সরাতেই ঘুমন্ত অবস্থায় স্বামীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে তার স্ত্রী।তবে স্ত্রী গায়েত্রী নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে ভিত্তিহীন বলে দাবি করেছেন।এদিকে স্ত্রী গায়েত্রী মন্ডলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার বাবা কানু মন্ডল।মৃতদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *