December 22, 2024

দক্ষিণ নয় উত্তর চাই গণসংগ্রাম কমিটির উদ্যগে চারটি মৌজাকে উত্তরদিনাজপুরের সাথে অন্ত্রভ্যুক্তির দাবিতে পথ অবরোধ

1 min read


তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর  দীর্ঘ দিন বাদে আবার দক্ষিণ নয় উত্তর চাই গণসংগ্রাম কমিটি চারটি মৌজাকে উত্তরদিনাজপুর জেলার সাথে যুক্ত করার দাবিতে আন্দোলন নামার প্রস্তুতি নিচ্ছে।দক্ষিণ নয় উত্তর চাই গণ সংগ্রাম কমিটির সম্পাদক হরেন্দ্র নাথ দাস বলেন ইটাহার ব্লকের চারটি মৌজাকে উত্তরদিনাজপুর জেলা প্রশাসন কার্যত ছিটমহল বানিয়ে রেখেছে। তমহল  সংগঠনের সম্পাদক নরেন্দ্র নাথ দাস বলেন ইটাহার ব্লকের মধ্যে আমাদের 101নম্বর বিমালপাড়া,102 ভবানীপুর-বেজপুকুর,107 কুরমানপুর ও 253 নম্বর পশ্চিম সাঈদপুর মৌজা থাকলেও আমাদের জেলার নাম লিখতে হয় দক্ষিণ দিনাজুর।আমরা উত্তরদিনাজপুর জেলা প্রশাসনকে বলেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে এব্যাপারে আমরা কথা বলতে চাই।আমাদেরকে একটু সুযোগ করে দেওয়া হোক।কিন্তু জেলা প্রশাসন সে কথা রাখেনি।
তাই আমরা আগামী 21শে ফেব্রুয়ারি বুধবারে ইটাহারের কুরমানপুর 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্যার কথা তার কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করবো। সম্পাদক নরেন্দ্র নাথ দাস বলেন উত্তরদিনাজপুর জেলার জেলা শাসক কেন এই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছেন  না।কেনই বা কোন কারনে জেলা শাসক এই সমস্যা সমাধানে আগ্রহী নন।তিনি বলেন মুখ্যমন্ত্রীর নজরে ব্যপারটা এলে তিনি এলাকার 15 হাজার মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন বলে তার দৃঢ বিশ্বাস।উত্তরদিনাজুর জেলা প্রশাসন আমাদের দাবিকে কোনরকম গুরুত্ব না দেবার ফলে আমরা বাধ্য হয়েছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার জন্য রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *