রায়গঞ্জ জেলা হাসপাতালে মাত্র ২ জন কমী অস্থায়ী থাকাই স্থায়ী করার দাবি
1 min read শঙ্কর গুপ্তা।বর্তমানের কথা প্রয়োজনীয় কমীর অভাবে ধুকছে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গ।এখন এই মর্গ সরকার অনুমোদিত কমীর সংখ্যা মাত্র দুই । তার মধ্যে চলতি মাসেই অবসর নিচ্ছেন এক কমীর। ফলে কমীর অভাবে মগের কাজকম ব্যহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য,এই জেলা হাসপাতালের মগে সরকার অনুমোদিত কমীর সংখ্যা ছিল চার । তার মধ্যে একজন আগেই মারা গেছেন।একজন অবসর নিচ্ছেন । এই পরিস্থিতিতে মগের যাবতীয় কাজ নিজেদের কাধে তুলে নিয়েছেন পীযুষ জমাদার নামে দুই কমী।দীঘদিন ধরে এই মগে অস্থায়ীভাবে কাজ করে আসছেন তারা।কিন্তু তাদের চাকরি আজও স্থায়ী হয়নি। জেলা হাসপাতালের মগে এমনিনিতেই কমী কম স্বাভাবিকভাবেই যে দুই জন অস্থায়ী কমী রয়েছেন,সেই পীযূষ জমাদার ও গোপাল জমাদারের চাকরিরি স্থায়ী করার দাবি উঠেছে এবারে । কিন্তু চাকরী কবে স্থায়ী হবে তার কোন খবর তাদের কাছে নেই। যেহেতু দীঘ কুড়ি বছর ধরে, এই মগের কাজ করে আসছেন তাই তাদের চাকরি দ্রুত স্থায়ী করার দাবি তুলছেন তারা। এদিকে হাসপাতাল সুপার গৌতমকুমার মন্ডল জানিয়েছেন, হাসপাতাল স্বাস্থ্যদপ্তরের অধীনে হলেও মগ স্বরাষ্ট্র দপ্তর দেখাশোনা করে তাই ওই দুই অস্থায়ী কমীর চাকরি পুরোপুরি জেলা পুলিশ সুপারের দপ্তরে । এব্যাপারে প্রয়োজন পড়লে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তিনি কথা বলবেন