গাড়ির চালক সামলাচ্ছেন জেলা দপ্তর ?
1 min readবর্তমানের কথা গাড়ির চালকসামলাচ্ছেন ভারত সরকারের তথ্য ও সম্প্রচার আধীনে থাকা জেলাদপ্তর। কি অদ্ভুত অথচ কমচারী হিসাবে তিনি একমাত্র। চারচারটি ঘরের সবদিকে খেয়াল রাখছেন সেই গাড়ি চালক। আথচ কনো গাড়ি নেই। নেই কোন কমসূচি সরকারি । তাই চেয়ারে বাবুর মতো বসে টিভি দেখেই অফিসের সময় কাটাতে<
span style="font-size: 18pt; line-height: 115%;"> বাধ্যহচ্ছেন সেই এক মাত্র কমী।এমন এই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর ফীল্ড পাবলিসিটির বিভাগে জেলা সদর রায়গঞ্জে সুদশনপুর এলাকার রাজ্যসড়কের ধিরে অবস্থিত কেদ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন ফিল্ডপাবলিসিটির অফিসে যেখানে কোনোদিন ডুকলেই দেখাযাবে সেই অদ্ভুদ দৃশ্য। এই দপ্তরের প্রধান কাজ মূলতকেন্দ্রীয় সরকারের যাবতীয় যোজনাবা প্রকল্প সাধারন মানুষের কাছে পৌছেদেওয়া। উত্তর এবং দক্ষিন দিনাজপুর জেলার একমাত্র শাখাএখানে অবস্থিত। কিন্তু কমী না থাকায় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্জিত হচ্ছে সাধারন মানুষ। কিন্তু নিয়ম অনুসারে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উপকারিতা বা কাযকারিতা উপস্থাপন করে এলাকার মানুষকে সচেতনকরার কথা। কিন্তু কমীর অভাবে কয়েকবছর ধরে শিকয়উঠছে পাবলিসিটির কাজ। ফলে গাড়ির চালকদুলাল নিয়োগী একমাত্র কমী হিসাবে বহাল রয়েছেন প্রায় আড়াই বছর ধরে। তিনি বলেন, কালিম্পং থেকে রায়গঞ্জের অফিসে আড়াই বছর ধরে নিযুক্ত রয়েছে। কিন্তু তিনিবলেন এর বেশিকনো কথা আমি বলতে পারবো না। কিন্তু তাকে প্রশ্ন করা হল আধিকারিক কোথাই, তিনিউত্তরে বলেন ছুটিতে আছেন, খুব তারাতাড়ি কাজে যোগদান দিবেন। সে কথা কি আদোও সত্য তার উত্তরে সাধারন মানুষ।