মদ্যপ স্বামীর প্রতিনিয়ত স্ত্রীর ওপর অত্যাচার, সেই অত্যাচারের সমাপ্তি স্ত্রীর মৃত্যুতে
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : মদ্যপ স্বামীর প্রতিনিয়ত স্ত্রীর ওপর অত্যাচার, সেই অত্যাচারের সমাপ্তি স্ত্রীর মৃত্যুতে।স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠলো মদ্যপ স্বামীর বিরুদ্ধে।ঘটনায় মৃত স্ত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।বাড়ির মেয়ের মৃত্যুতে শোকাহত পরিবার।ঘটনাটি ঘটেছে মালদা থানার মোকাদিপুর গ্রামে।ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত স্বামী।
মৃত বধূর নাম ববিতা মল্লিক(৪২)। পেশায় একজন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ছিলেন।জানাগেছে,প্রায় ২০ বছর আগে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকার ববিতা দেবীর বিবাহ হয় মালদা থানার মোকাদিপুর এলাকার বাসিন্দা দিলীপ মল্লিকের সাথে। দিলীপ মল্লিক পেশায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন সাফাই কর্মী।এই দম্পত্তির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
মৃতার পরিবারের অভিযোগ,স্বামী দিলীপ মল্লিক প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর ওপর মারধর অত্যাচার চালাতো।এই অত্যাচার গত ৭-৮ বছর ধরেই চলছিল।সেমতো বৃহস্পতিবার রাতে স্বামী বাড়ি ফিরে শুরু করে অত্যাচার।চলে মারধরও,তারপর কীটনাশক খাইয়ে খুন করে ববিতা দেবীকে বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে বাবার বাড়ির সদস্যরা ছুটে এসে শুক্রবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনায় মৃতার ভাই স্বপন ভগত মালদা থানায় অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত স্বামী দিলীপ মল্লিকের বিরুদ্ধে।পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত স্বামীর খোঁজ শুরু করেছে।তবে স্বামী এখনো পলাতক।