পর পর শিশু মৃত্যুর ঘটনায় রহস্য জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জ এর গোবিন্দ পুরে
1 min readপিয়া গুপ্তা বর্তমানের কথা : পর পর শিশু মৃত্যুর ঘটনায় রহস্য জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জ এর গোবিন্দ পুরে ।জানা যায় শিবরাত্রি পর পর গ্রামের শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে চলেছে।শিবরাত্রি তে গোবিন্দ পুর গ্রামে এক 22 বছরের এক ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ।তার শ্রাদ্ধ শান্তির দিনই গ্রামের আরেক জন ছেলে আত্মহত্যা করে।কিছুদিন পর পর ওই গ্রামে চার জন ছাত্র আত্মহত্যা করে তার পর থেকেই গ্রামের মানুষের ধারনা তাদের শিশুর দের ফাঁস কালি ধরেছে।ফাঁস কালির জন্য গ্রামের যুবকরা সামান্য কারণে ই ফাঁসি দিচ্ছে ।
এই ঘটনায় গ্রামের মানুষ কিছুদিন ধরেই ভয ভীতি তে জীবন যাবন করছিল।সন্ধ্যার পরেই তারা ঘর থেকে বাইরে বেরোতেই ভয পেতো।ক্রমশ আতঙ্কে জর্জরিত হযে পডেছিল কালিযাগঞ্জের গোবিন্দ পুর এই গ্রাম টি।ক্রমশে শিশু মৃত্যুর ঘটনায় ভূত পেতের হাত বলেই ধারণা গ্রাম বাসীদের।
গ্রাম বাসীদের এই ধারণা কে দূর করতে আজ কালিযাগঞ্জের গোবিন্দ পুর গ্রামের গোবিন্দ পুর জুনিয়ার বেসিক স্কুলে বিজ্ঞান মঞ্চ থেকে এক সভার আয়োজন করা হয় ।এদিনের এই সভায় ছাত্র ছাত্রী সহ গ্রাম বাসীদের নিয়ে বিজ্ঞান মঞ্চের সদস্য রা বৈঠক করে।ও ভূত পেত সম্পর্কে তাদের ধারনা কে দূর করার চেষ্টা করা হয় ।
এদিনের এই সভায় বিজ্ঞান মঞ্চের সদস্য দের পাশাপাশি পঞ্চায়েত সভাপতি নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জ পার্বতী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মঞ্চের সদস্য সহ সকলে উপস্থিত ছিলেন। এদিনের এই সভায় গ্রামের মহিলাদের কে বুঝিয়ে তাদের মন থেকে ভয ভীতি দূর কর হয।