December 21, 2024

রহস্য জনক ভাবে খুন গৃহবধূ

1 min read


বিশ্বজিৎ মন্ডল, মালদা , রহস্য জনক ভাবে খুন গৃহবধূ । বাড়ির ছাদ থেকে বধূর গলাকাটা মৃত দেহ উদ্ধার ।  ঘটনাকে ঘিরে চান্চল্য মালদার চাঁচলে। ওই বধূ আইসিডিএস কর্মী ছিলেন। স্বামী বিএসএফ জওয়ান । আত্মীয়দের দাবি, আত্মহত্যা। তবে খুন নাকি আত্মহত্যা, তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃত গৃহবধূর নাম গোপা সাহা(৩৪)। আইসিডিএস কর্মী ছিলেন। স্বামী ফটিক সাহা বিএসএফে কর্মরত। ঘটনাটি চাচোল থানার আমলাপাড়া। জানা যায় গৃহবধূর স্বামী ফটিক সাহা কিছুদিন  আগে বাড়িতে নাম কীর্তনের আয়োজন করা হয়েছিল। সেই সময় কীর্তন দলের এক সাধু তাঁর স্ত্রীর কাছে সেবা চায়। তাঁর স্ত্রী নাকি যথেষ্ট সেবা দিতে পারে নি।
 সেই কারণে সাধু তাঁর স্ত্রীকে অপমান করেন। সেই অপমানের ব্যাথায় তাঁর স্ত্রীর মন ভারাক্রান্ত  ছিল বলে জানায় গৃহবধুর স্বামী ফটিকবাবু। আর এই কারণে তাঁর স্ত্রী নিজেই গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মঘাতী  হয়েছে বলে জানায়। ফটিকবাবুর এমন বক্তব্য মানতে নারাজ তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশি তদন্ত সূত্র থেকে জানা যায় বাড়ির ছাদে এই ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দিলে গৃহবধূ গোপা এক ভয়ঙ্কর চিৎকার করে আর সেই শব্দ শুনেই  গোপার স্বামী ফটিক ছাদে ছুঁটে যান। তবে ততক্ষণে গোপার মৃত্যু হয় বলে জানান তিনি।পুলিশি তদন্তে এই ঘটনার এখনও কোন স্পষ্ট কারণের সন্ধান পাওয়া যায় নি। তবে পারিবারিক কোন অশান্তি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।তাদের এক ১২বছরের পুত্র সন্তান রয়েছে। তাকেও  জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *