'শ্রী'-হীন হল বলিউড '
1 min read ‘শ্রী’-হীন হল বলিউড ‘
আকাশ চাকী: প্রয়াত হলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী,শনিবার রাত্রি সাড়ে ১১ টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর,ভাগ্নের বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি সঙ্গে ছিলো তার স্বামী বনি কাপুর এবং ছোটো কণ্যা খুশী।শ্রীদেবীর জন্ম ১৩ ই আগষ্ট, ১৯৬৩ সালে,
বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমাতেও সমান দক্ষতার সাথে অভিনয় করেছেন তিনি,১৯৭৫ এ ‘জুলি’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তার বড় পর্দায় অভিনয় শুরু হয়,এরপর ১৯৭৮ সালে “সোলয়া সাওয়ান” ছবিতে অভিনয় এর মধ্য দিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি, ৯০ এর দশকে হিন্দী সিনেমায় তার কোনো বিকল্প ছিলো না,তার উল্লেখযোগ্য কিছু বিখ্যাত সিনেমা সদমা,মিষ্টার ইন্ডিয়া,হিম্মতওয়ালা,চালবাজ,লাডলা,চাঁদনী,নাগিনা প্রভৃতি।সম্প্রতি তার অভিনীত ‘ইংলিশ-ভিংলিশ’ও ‘মম’ ছবি দুটি দর্শকদের মনে যথেষ্ট দাগ কেটেছিল,২০১৩ সালে তিনি অভিনয় এর জন্য পদ্মশ্রী পুরস্কার অর্জন করেছেন।তার মৃত্যুতে শোকাহত সমগ্র বলিউড।
অমিতাভ বচ্চন,ঋষি কাপুর,শত্রুঘ্ন সিনহা,জ্যাকলিন,প্রিয়াঙ্কা চোপড়া,এ আর রহমান সহ অনেক তারকার পাশাপাশি সাধারণ মানুষও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।