December 27, 2024

ত্রিপুরা বিজেপি জয়ের আনন্দে মাতলো রায়গঞ্জ

1 min read
 ।

 উত্তর দিনাজপুর দোল উৎসব যেন বর্ধিত হয়েছে জেলা জুড়ে। তিন রাজ্যের ভোটে বিজেপির ভালো ফলে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় গেড়ুয়া আবির নিয়ে উল্লাসে মাতলো বিজেপি। বিজেপির সমর্থকরা রায়গঞ্জের উকিলপাড়ার বিজেপির জেলা অফিস থেকে ব্যান্ডপার্টি নিয়ে এক শোভাযাত্রা সহ বিজয় মিছিল করেন। মিছিলে চলে গেড়ুয়া আবির খেলার পাশাপাশি বাজি পুড়িয়ে উল্লাস। মিছিল শহরের রাজপথ দিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। উল্লিখিত শনিবার ভোটের ফলাফল বের হতেই আবির খেলায় মেতে উঠেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকেরা। এরপর চলে মিষ্টিমুখ। এদিন বিকেলে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয় থেকে বিজয় মিছিল শহর পরিক্রমা করে।গিরিব্যান্ডপার্টি সহ এই বিজয় মিছিলে জেলা সভাপতি নির্মল দাম, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শংকর চক্রবর্তী,  অমিতাভ লাহিড়ী সহ জেলার অন্যান্য নেতত্বরা শামিল হন। বিজয় মিছিলে গেরুয়া আবির খেলার পাশাপাশি বাজি পুড়িয়ে উল্লাস করে তারা। জেলা সভাপতি নির্মল দাম বলেন, ত্রিপুরায় শক্তিশালী বামফ্রন্টকে হারিয়েছি, এবার পশ্চিমবঙ্গে আসতে চলেছি আমরা।দীর্ঘ ২৫ বছর পর লাল দুর্গে ভাঙন ধরিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এসেছে বিজেপি। ৫৯ টি আসনের মধ্যে বিজেপি ৪৩ টি এবং বামফ্রন্ট পেয়েছে ১৬ টি আসন। কংগ্রেস ও তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি। ত্রিপুরায় বিজেপির এই সাফল্যে রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর দিনাজপুর জেলায় বিজেপি কর্মী-সমর্থকেরা রঙের খেলায় মেতে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..