বর্তমানের কথা উত্তরদিনাজপুর–ভারতের হয়ে রিলে দৌড়ে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন রায়গঞ্জেরমেয়েসোনিয়াবৈশ্যকমনওয়েলথগেমসে।আগামী ৪–১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের আসর বসছে । শনিবার এই ঘোষণা করা হয়েছে অ্যাথেলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া থেকে । ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৮তম এশিয়ান গেমস ইনভাইটেশন টুর্নামেন্টে এর আগে সোনিয়া সোনা জিতেছিলেন। উত্তর দিনাজপুরের জেলা শহর রায়গঞ্জের মেয়ে সোনিয়া এবার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় জেলাবাসী খুশি। সোনিয়া বলেন, ২২তম সিনিয়ার ফেডারেশন কাপের ফলের নিরিখে এই নির্বাচন করা হয়েছে। কমনওয়েলথ গেমসে ৪ x ৪০০ রিলে টিমে দৌড়ের জন্য নির্বাচিত হতে পেরে আমি খুশি।ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি আশিষ সেনগুপ্ত কলকাতা থেকে বলেন, পশ্চিমবঙ্গ থেকে একমাত্র সোনিয়া বৈশ্যই কমনওয়েলথ গেমসে ৪ x ৪০০ রিলে দৌড়ের টিমের জন্য নির্বাচিত হয়েছে। সোনিয়ার বাবা বরেন বৈশ্য বলেন, মেয়ে পাতিয়ালা থেকে ফোনে কমনওয়েলথ গেমসে নির্বাচিত হওয়ার খবর জানিয়েছে। মেয়ের এই সাফল্যে আমি খুশি।
ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এটা ভেবে খুব ভালো লাগছে। ২০১৭ সালে চেন্নাইতে অনুষ্ঠিত ওপেন ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনিয়া সোনা জিতেছিলেন। ফেব্রুয়ারির শুরুতে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৮তম এশিয়ান গেমস ইনভাইটেশন টুর্নামেন্টে সোনা জিতেছেন। রায়গঞ্জ শহরের নেতাজিপল্লির বাসিন্দা সোনিয়া ছোটবেলা থেকেই রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী ছিলেন। তিনি উচ্চ মাধ্যমিকে ৮৪ শতাংশ নম্বর নিয়ে পাশ করে ছিলেন বিজ্ঞান নিয়ে কলকাতার চারুচন্দ্র কলেজে পড়াশুনা করছেন। তিনি এবার প্রথম বর্ষের ছাত্রী। তিনি পড়াশুনার পাশাপাশি খেলাধুলোতেও সমান আগ্রহী। রায়গঞ্জের মেয়ে কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় স্বভাবতই জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া ছড়িয়েছে।