October 30, 2024

ছিনতাই এর ঘটনার দুই দিনের মাথায় বমাল ধৃত দুই দুষ্কৃতী।

1 min read

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:ছিনতাই এর ঘটনার দুই দিনের মাথায় বমাল ধৃত দুই দুষ্কৃতী। ধৃতদের নাম বিনয় গোয়ালা ও সত্তু গোয়ালা। বাড়ি দার্জিলিং জেলার রাজগঞ্জ থানার ফাটাপুকুরের ঝাঁঝি পাড়া এলাকায়। শনিবার ইসলামপুর বাজারে একটি মেডিক্যাল স্টোর এর সামনে এই ঘটনা। সামসুল হক নামে এক ব্যক্তি ও তার স্ত্রী জুয়েলারি থেকে মেয়ের বিয়ের গয়না কিনে মেডিকেল দোকানে আসে ওষুধ কিনতে। সেখানে তাদের মোটরবাইকের হ্যান্ডেলে একটি ব্যাগ ঝোলানো ছিল।সেই ব্যাগে বিয়ের কিছু অলংকার ও নগদ ছাব্বিশ হাজার টাকা ছিল।কমলাপুর সুজালি অঞ্চলের বেনিপুর এলাকার সামসুল হক ওষুধ কিনতে দোকানে যেতেই সেই সময় বাইকে রাখা টাকা ও অলংকারের ব্যাগটি নিয়ে দুই দুষ্কৃতী মোটরবাইকে করে পালিয়ে যায় বলে অভিযোগ।খবর পেয়ে তল্লাশিতে নেমে পুলিশ সিসি টিভি থেকে সনাক্ত করে দুই দুষ্কৃতী কে। এরপর রাজগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সেই এলাকা থেকে দুই দুষ্কৃতীকে সোমবার ভোর রাতে গ্রেফতার করে পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া কুড়ি হাজার টাকা।একুশ গ্রাম সোনার অলংকার ছিনতাই হলেও তা উদ্ধার করতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিছুদিন বাদেই সামসুল হকের মেয়ের বিয়ে আছে।তার জন্য গয়না বানিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী জানান,ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া অলংকার উদ্ধারের বিষয়ে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *