October 11, 2024

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সেলের জানালা ভেঙে পালিয়ে গেল বাংলাদেশি বন্দী

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67

বিশ্বজিৎ মন্ডল, মালদা :মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সেলের জানালা ভেঙে পালিয়ে গেল বাংলাদেশি বন্দী। আজ ভোরে সেলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের এই ঘটনা নজরে আসে। যদিও এবিষয়ে এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পলাতক বন্দীর নাম সফিকুল ইসলাম। বয়স ৩৪। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পাচক কামারডাঙা গ্রামে। অভিযোগ, মাঝেমধ্যেই সে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে ভারতীয় দুষ্কৃতীদের সঙ্গে চুরি, ছিনতাই, ডাকাতির মতো দুষ্কর্ম করে। এসব কারণে জেলা সহ রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। সম্প্রতি সে কালিয়াচক থানার পুলিশের হাতে ধরা পড়ে। গত ৮ মার্চ মামলার কারণে তাকে হাওড়া নিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু ট্রেনেই অসুস্থবোধ করায় তাকে ফের মালদা ফিরিয়ে আনা হয়। পরদিন তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে। মেডিকেলের মেল মেডিসিন ওয়ার্ডের দোতলায় বন্দীদের সেলেই তার চিকিৎসা চলছিল। আজ ভোরে সেলের নিরাপত্তারক্ষীরা দেখেন, সেখানে সফিকুল নেই। তখনই তাঁদের নজরে আসে, সেলের জানালার গ্রিল ভাঙা। সেখান থেকে ঝুলছে দড়ি। মুহূর্তের মধ্যে সবাই বুঝে যায়, জানালা দিয়ে পালিয়েছে সফিকুল।প্রশ্ন উঠেছে, সেলের মধ্যে সফিকুল দড়ি পেল কীভাবে ? সেলে থাকা অন্য বন্দীরা কেন জানালা ভাঙার শব্দ পেল না ? নিরাপত্তারক্ষীরাই বা কেন সেই শব্দ পেলেন না ? সেসবের উত্তর এখনও পাওয়া যায়নি। আপাতত ওই সেলের কাছে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। ঘটনার তদন্তে মেডিকেলে গিয়েছেন পুলিশকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *